শিরোনাম
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২০ এ সীমিত পরিসরে জেলা প্রশাসন সিরাজগঞ্জের কর্তৃক সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বণির মাধ্যমে বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৮.৩০ টায় সিরাজগঞ্জ সার্কিট হাউসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার, সিরাজগঞ্জ, বীর মুক্তিযোদ্ধাগণ ও জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।