মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নির্দেশনা মোতাবেক সারাদেশে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে “৩৩৩ কল সেন্টার”- এর ব্যাপক প্রচার প্রচারণা চলছে। সামাজিক সমস্যার বিষয়ে জেলা প্রশাসককে জানাতে ও সরকারি সেবার তথ্য জানতে ৩৩৩ একটি অনন্য পদক্ষেপ। মাত্র একটি ফোন কলের মাধ্যমে বাল্য বিবাহ, ভেজাল দ্রব্য, ভোক্তা অধিকার, ইভ টিজিং, মাদক, জুয়া, পরিবেশ দূষণ, অবৈধ লাইসেন্স, ভাতা সংক্রান্ত অভিযোগ সহ নানা সেবা দেশ ও দেশের বাইরে থেকে নাগরিকগণ গ্রহণ করতে পারবেন। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন, সিরাজগঞ্জ আনুষ্ঠানিকভাবে ৩৩৩ কল সেন্টারের তথ্য প্রচারের জন্য সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে।
সরকারের প্রদেয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ কল সেন্টার ৩৩৩ এর ব্যাপক প্রচারের মাধ্যমে নাগরিক সেবা প্রদানে বদ্ধ পরিকর। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের সহযোগিতায় নাগরিকদের জন্য সরকারের কেন্দ্রীয় তথ্য, সেবা ও অভিযোগ-প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ২০১৮ সালের ১২ এপ্রিল ৩৩৩ কল সেন্টারের উদ্বোধন করেন।“সরকারি তথ্য ও সেবা সবসময়” স্লোগানে চালু হয় এই নতুন কল সেন্টারটি। প্রাথমিকভাবে এটুআই কর্মসূচির মাধ্যমে ৬৪টি জেলায় এই কল সেন্টার সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল।এর আওতায় ২০১৮ সালের মার্চ পর্যন্ত প্রায় ৬লাখের বেশি নাগরিককে বিভিন্ন তথ্য সেবা দেয়া হয়েছে। যেকোনো মুঠোফোন কিংবা ল্যান্ড ফোন থেকে ৩৩৩ এবং প্রবাসীগণ ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে কল করে সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, পর্যটনের জন্য আকর্ষণীয় স্থান এবং বিভিন্ন জেলা সম্পর্কে তথ্য জানার সুযোগ পাচ্ছে। পাশাপাশি মাত্র একটি ফোন কলের মাধ্যমে বাল্য বিবাহ, ভেজাল দ্রব্য, ভোক্তা অধিকার, ইভ টিজিং, মাদক, জুয়া, পরিবেশ দূষণ, অবৈধ লাইসেন্স, ভাতা সংক্রান্ত অভিযোগ জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানো যাবে। এছাড়া ৩৩৩ কল সেন্টারে কল করে ইসলামি মাসালা-মাসায়েল, নিরাপদ অভিবাসন বিষয়ে তথ্য অভিযোগ, ই-টিআইএন সংক্রান্ত তথ্য, আবহাওয়া তথ্যসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে। সামাজিক সমস্যার বিষয়ে জেলা প্রশাসককে জানাতে ও সরকারি সেবার তথ্য জানতে ৩৩৩ একটি অনন্য পদক্ষেপ।
আশা করি, ৩৩৩ কল সেন্টার সিরাজগঞ্জ জেলার সামাজিক সমস্যা সমাধানে অগ্রনী ভূমিকা পালন করবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে পাথেয় হয়ে থাকবে।
প্রচারে
জেলা প্রশাসন
সিরাজগঞ্জ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS